শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২০ এপ্রিল ২০২৪ ১৫ : ৩২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: প্রথম দফার ভোট শেষ হয়েছে শুক্রবার। এবার দ্বিতীয় দফার প্রস্তুতি। এই দফায় আগামী শুক্রবার ভোট রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। নির্বাচনী প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার তিনি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে গোয়ালপোখরে জনসভা করেন। জনসভার পর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইটাহার পলিটেকনিক কলেজ মোড় থেকে ইটাহার দাস পাড়া পর্যন্ত একটি রোড শো করার কথাও রয়েছে অভিষেকের। সেখানে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
এদিন গোয়ালপোখরের জনসভা থেকে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। বলেন, ‘আপনারা দল ভাঙার রাজনীতি জানলে, তৃণমূলও জানে। কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে আসার পরেই ওঁর বাড়িতে আয়কর দপ্তর হানা দিল। দু’দিন ধরে চলেছিল তল্লাশি। কিন্তু তিনি নত হননি। লড়াই করেছেন।’ এরপরই শুভেন্দুকে খোঁচা দিয়ে অভিষেক বলেন, ‘যাঁদের ক্যামেরায় টাকা নিতে দেখা গেছে, তাঁরা ঘরে বসে রয়েছেন। এবার তাঁদের শিক্ষা দেওয়ার সময় এসেছে। ২৬ তারিখ বিজেপিকে শিক্ষা দিন।’ তিনি আরও বলেন, ‘তৃণমূল শুধু ঈশ্বর, আল্লার সামনে নত হয়। দিল্লির কাছে নয়।’ এদিনের জনসভা থেকে কৃষ্ণ কল্যাণীকে তিন লক্ষের বেশি ভোটে জেতানোর আবেদন করেন অভিষেক।
তৃণমূল থাকতে এনআরসি হবে না, এদিনও জোর গলায় বলেছেন অভিষেক। লকডাউনের সময় রায়গঞ্জে বিজেপি, কংগ্রেস, সিপিএম যে কিছু করেনি তা মনে করিয়ে দিয়ে অভিষেক বলেন, ‘গত পাঁচ বছরে বিজেপি, সিপিএম, কংগ্রেসের কেউ এসে জিজ্ঞাসা করেছিল, কিছু প্রয়োজন? খাবেন? বাইরে আটকে থাকা লোকেদের ফিরিয়ে আনার জন্য কেউ কোনও পদক্ষেপ করেছিলেন?’ বিজেপির স্থানীয় সাংসদ দেবশ্রী চৌধুরিকেও খোঁচা দিয়েছেন অভিষেক। গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে অভিষেক জানিয়েছেন, ‘যাঁরা ভাগাভাগির কথা বলে, তাঁদের সরাতে হবে।’ এছাড়াও ১০০ দিনের টাকা, আবার যোজনার টাকা নিয়ে বাংলার সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার কথাও এদিন উঠে আসে অভিষেকের বক্তৃতায়। মূল্যবৃদ্ধি নিয়েও এদিন বিজেপি সরকারকে তুলোধনা করেন অভিষেক।
নানান খবর

নানান খবর

হাওড়ায় থার্মোকলের কারখানায় দাউদাউ আগুন, ঝলসে মৃত্যু এক শ্রমিকের

রাম নবমী নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ইমামরা, জানালেন ওয়াকফ নিয়ে কঠোর মনোভাব

রাম নবমীকে কেন্দ্র করে তৎপর প্রশাসন, নেওয়া হয়েছে একাধিক সতর্কতা

বিলের মাঝে দুই নৌকার সংঘর্ষ, তলিয়ে গেল ছাত্রীরা, তারপর?

একই ছাদের তলায় বাসন্তী এবং অন্নপূর্ণা পুজো, বিশেষ মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকল কৃষ্ণনগর রাজবাড়ি

রামনবমীর আগে বিরাট সম্প্রীতি মিছিলের সাক্ষী জঙ্গিপুর, একসঙ্গে চলার বার্তা জাকির হোসেনের

ভারতসেরা বাংলা! উৎপাদনক্ষমতায় দেশের সেরা রাজ্যের দুই বিদ্যুৎকেন্দ্র

ভারতীয় ন্যায় সংহিতা আইনে রাজ্যে প্রথম খুনের মামলায় সাজা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মা-বাবার ঘরে চুপিসারে ক্যামেরা লাগাল ছেলে! কী ধরা পড়ল ফুটেজে, হাড়হিম হয়ে যাবে

সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি, তবু মানে না মন, ক্লাস নিতে কলকাতা থেকে হুগলিতে হাজির শিক্ষক

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট